
কোটালীপাড়ায় এতিম ও ভিক্ষুকদের দোয়ার মধ্য দিয়ে মোবাইল শোরুমের উদ্বোধন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :-শেখ কামরুজ্জামান (রানা)।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এতিম শিশু ও ভিক্ষুকদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে একটি মোবাইলের শোরুম।
শুক্রবার (১৭অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার ঘাঘর বাজারের এসকে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ফারুক হাসান তার নতুন ভিভো মোবাইল শোরুম উদ্বোধন করেন এই ভিন্ন আঙ্গিকে।

নবসাজে সজ্জিত দোকানে একে একে প্রবেশ করে অর্ধশতাধিক এতিম শিশু ও ভিক্ষুক। শুরু হয় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। মোনাজাত শেষে সবার হাতে তুলে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানির প্যাকেট ও কোল্ড ড্রিংকস। উপস্থিত এতিম ও ভিক্ষুকদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছাড়া উপস্থিত সকলেই কেউ ভিক্ষুক কেউ এতিম শিশু। যা সকলের নজর কারে।
ঘাঘর বাজারের ব্যবসায়ী ফেরদৌস হোসেন বলেন, বর্তমান সমাজে ব্যবসার শুরুতেই কেউ এতিম ও ভিক্ষুকদের নিয়ে অনুষ্ঠান করে, এটা সত্যিই বিরল ঘটনা। ফারুক হোসেনের এই উদ্যোগ আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার।
এতিম শিশু সাকিব (১২) বলেন, আজকে খুব ভালো লাগছে। আমাদের দোয়া করতে বলেছে, তারপর খাবার দিয়েছে। অনেকদিন পর এমন খাবার খেলাম।
ভিক্ষুক জোলেখা বেগম (৫৫) বলেন, আমাগো কেউ কহনও দাওয়াত দেয় না। তয় এহানে আমাগো যেই সোম্মান দেহাইছে তা জীবনেও পাই নাই। আল্লাহ এই দোহানের বরকত দান করবে।
দোয়া মাহফিল পরিচালনাকারী ঘাঘর ডাকবাংলা মসজিদের ইমাম মাওলানা আব্দুস কুদ্দুস বলেন, দোয়া ও কল্যাণের মাধ্যমে ব্যবসা শুরু করা ইসলামসম্মত ও বরকতময় কাজ। আল্লাহ যেন এই উদ্যোক্তাকে সফলতা দান করেন।
কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, এমন আয়োজন সমাজে মানবিকতার বার্তা দেয়। ব্যবসা যদি মানুষের কল্যাণে হয়, তবে সেটাই প্রকৃত সাফল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তারা যদি ব্যবসার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হন, তবে সমাজ আরও সমৃদ্ধ হবে।
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে উদ্যোক্তা মো. ফারুক হাসান বলেন, ব্যবসা শুরু মানেই শুধু মুনাফা নয়, সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করা উচিত। তাই উদ্বোধনের দিনটা আমি ভাগাভাগি করেছি সেইসব মানুষদের সঙ্গে, যারা সমাজের অবহেলিত। তাদের মুখে হাসি দেখতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি চাই, আমার ব্যবসার সাফল্যের সঙ্গে যেন কিছু মুখে হাসি ফুটে। এই দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই ভিভো মোবাইল শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ভবিষ্যতেও আমি সামাজিক কাজে পাশে থাকতে চাই।
ঘাঘর বাজারে এই ব্যতিক্রমী উদ্বোধনী আয়োজন ইতিমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা করছেন ফারুক হাসানের এই মানবিক উদ্যোগের।