1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ঢাকা- আসনের  বিজেপি নেতাকর্মিদের ববি হাজ্জাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ। ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চল সোশ্যাল ইনক্লুশন রিজিওনাল সেইফগার্ডিং কমিটির সদস্য হলেন –  জিগীষা মানবিক এর চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন। কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত। জিগীষা দ্বারা “জয়ের ইচ্ছা” বা উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা বোঝায়। এর সাথে “মানবিক” শব্দটি যুক্ত হলে গভীর অর্থ হয় : সাংবাদিক নূর হোসাইন লাইসিয়াম ফুটবল টুর্নামেন্ট সিজন: ২ ভাষানটেকে অবৈধ বহুতল ভবন, ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যুবদল কেন্দ্রীয় নর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের পক্ষে ঢাকা-১৩ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ মিরপুর-১২/এ ব্লক বাড়ি মালিক সোসাইটিতে আওয়ামীলীগের দোসরদের দ্বারা বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন আমতলীতে লাইসেন্স না থাকায় ইট ভাটার জরিমান

রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

ডেক্স রিপোর্ট :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের গইনখালী বাজারে প্যানেল চেয়ারম্যান কামাল পাশার শালিস বাণিজ্য, প্রহসন ও স্থানীয় যুবক শিমুল ফরাজিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামাল পাশা দীর্ঘদিন ধরে শালিসের নামে ব্যক্তিস্বার্থে বাণিজ্য চালিয়ে আসছেন। পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন। সম্প্রতি তিনি নিরীহ যুবক শিমুল ফরাজিকে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন। জনপ্রতিনিধি হয়েও তিনি ন্যায়বিচারের নামে প্রহসন চালাচ্ছেন। অবিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কারের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি মিছিল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, কর্মসূচি শেষে প্যানেল চেয়ারম্যান কামাল পাশা ও তার সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি আন্দোলনকারীদের ফাঁসাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউডিসি উদ্যোক্তার কক্ষে ভাঙচুর করা হয়। চেয়ার-টেবিল, দরজা ও কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করা হয়। তবে চেয়ারম্যানের নিজ কক্ষ অক্ষত থাকে।

স্থানীয়দের দাবি, এটি ছিল পরিকল্পিত ভাঙচুর, যাতে আন্দোলনকারীদের দায়ী করা যায়। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সোহরাব মাতুব্বর বলেন, কাজ শেষ করে বাজার থেকে পুরানব্রিজ আসার পর দেখি পরিষদ ভাঙচুর হচ্ছে। ভয়ে আমি পরিষদের দিকে আর যাইনি, সোজা বাড়ি চলে আসি। তখন দেখি চেয়ারম্যানসহ তার লোকজন ভাঙচুর করছে। এমনকি টেলিভিশনের মতো বড় একটি জিনিসও তারা ভাঙছিল।

স্থানীয় হারুন ফরাজী জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন শেষে আমি বাড়ি যাচ্ছিলাম। পরে বাজারে কাজ থাকায় আবার বাজারে যাই। পরিষদের কাছে গিয়ে ভেতর থেকে বিকট শব্দ শুনি। একটু সামনে যেতেই দেখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশা ও রেশাদ খলিফা ভাঙচুর করছে। ভেতরে আরও অনেকে ছিল, তবে তাদের স্পষ্ট দেখা যায়নি। যেহেতু পাশার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, তাই আন্দোলনকারীদের ফাঁসাতে তারা ভাঙচুর চালিয়েছে বলে আমার ধারণা।

অন্য স্থানীয় জাহিদ হাওলাদার বলেন, মানববন্ধন শেষে আমি বাজারে গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখি ৫-৬ জন মিলে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করছে। কামাল পাশার সঙ্গে তার শালাও এ ঘটনায় যুক্ত ছিল।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল পাশা বলেন, বায়েজিদ কালু দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প ও জেলেদের সহায়তার চাল থেকে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। আমি রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। শুক্রবার আমাকে হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে আমার বাসার সামনে আসেন। আমাকে না পেয়ে তারা পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেন এবং নথিপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এটি দুজন প্রত্যক্ষ করেছেন। তবে নাম পরিচয় জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।

রাঙ্গাবালী উপজেলার যুবদল নেতা বায়েজিদ আহমেদ কালু বলেন, মানববন্ধন শেষে লোকজন চলে যায়। ভাঙচুরের ঘটনা চেয়ারম্যানের লোকজন ঘটিয়ে দায় আমাদের ওপর চাপাচ্ছেন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, সকাল ১১টার দিকে মানববন্ধন হয়েছে। এরপর ইউনিয়ন পরিষদে ভাঙচুরের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট