
দুমকী উপজেলায়, ধানের ক্ষেতে সবুজের গান, পাখির ডাকে জাগে প্রাণ, – পার্চিং উৎসব কৃষকের টেকসই স্বপ্নের মান।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নের, দ, মুরাদিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে,আজ বৃহস্পতিবার সকাল ১০ টায়, আমন মৌসুমের কৃষকদের নিয়ে দক্ষিণ মুরাদিয়া ব্লকে এক পার্চিং উৎসব পালন করা হয় ।

এতে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেন, আরো উপস্থিত ছিলেন কৃষি উপ -সহকারী কর্মকর্তা শামীম খান , সহ এলাকার কৃষক কৃশানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পাচিং উৎসব পালন করা হয়।