দাউদকান্দিতে খুন করে অটোরিক্সা ছিনতাই
শাহাদাত হোসেন তালুকদার সাকু
কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত চালক ফায়ইমের (১৩) পিতা পৌর সদরে দোনারচর গ্রামে ভাড়াটিয়া মজিবুর রহমান সাাংবাদিককে জানান, আমার ছেলে ফায়ইম গতকাল বুধবার অটোরিক্সা নিয়ে রাস্তায় বের হয় এরপর গতকাল দিনে এবং রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় লোক মারাফত জানতে পাই দাউদকান্দির দৌলতদি সুইচ গেট সংলগ্ন জঙ্গলের মধ্যে আমার ছেলের লাশ পড়ে আছে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলে লাশ পড়ে আছে এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফায়ইম সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র।খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন লাশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। খুনের ব্যাপারে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।