ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ.কে.এম মোয়াজ্জেম হোসেনের লিফলেট বিতরণ ও গণসংযোগ
ষ্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে ভোট চেয়ে রাজধানীর ঢাকা-১৬ আসনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব অনিক প্লাজা মিরপুর সাড়ে ১১ থেকে শুরু হয়ে ১২/এ, ১২/সি, ১২/ত, ১২/ডি, মুসলিম বাজার হয়ে পল্লবী পুরাতন থানায় গিয়ে শেষ হয়। এর আগে ‘ত’ ব্লক জামে মসজিদ কমপ্লেক্স, মিরপুর-১২/ত (উত্তর), পল্লবী, ঢাকায় জুম্মার নামাজ আদায় করেন এবং আসন্ন ভোটে তাকে ভোট দেওয়ার জন্য মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।

সাবেক সহ-সভাপতি, বিএনপি, ঢাকা মহানগর উত্তর, প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব এ.কে.এম মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে অংশ নেন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ঢাকা ১৬ আসনের সাধারণ জনগণ, বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফেস্টুন, ব্যানার সংবলিত পোস্টার নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
তাঁহার ৪০ বছর বিএনপির রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা করেন, শহীদ জিয়া মহিলা কলেজ, ১২/ই, পল্লবী, ঢাকা, (স্থাপিত- ১৯৯৩ খ্রিঃ), শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরী ইনষ্টিটিউট, ১২/ডি, পল্লবী, ঢাকা (স্থাপিত-২০০২ খ্রিঃ), এ. কে. এম. মোয়াজ্জেম হোসেন ট্রেনিং ইনিস্টিটিউট, অনিক প্লাজা, পল্লবী, ঢাকা, এ. কে. এম. মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন, অনিক প্লাজা, পল্লবী, ঢাকা।

বিএনপির বিভিন্ন পদসহ বহু শিক্ষা, ক্রীড়া, সামাজিক সংগঠনের সহিত জড়িত ছিলেন তার মধ্যে অন্যতম, সাবেক সভাপতি- ২নং ওয়ার্ড বিএনপি, পল্লবী, ঢাকা (১৯৯১ খ্রিঃ), সাবেক যুগ্ম আহবায়ক- পল্লবী থানা, বিএনপি (১৯৯৩ খ্রিঃ), সাবেক কৃষি বিষয়ক সম্পাদক- বিএনপি, ঢাকা মহানগর (১৯৯৭ খ্রিঃ), সাবেক সহ-সভাপতি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা মহানগর উত্তর, সাবেক সহ-সভাপতি- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটি।
দাতা ও আজীবন সদস্য- বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাবেক সভাপতি- বর্ণক সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, পল্লবী, মিরপুর, ঢাকা, সাবেক সহ-সভাপতি- সিটি ক্লাব, পল্লবী, মিরপুর, ঢাকা, আজীবন সদস্য- প্রবীণ হিতৈষী সংঘ, আগারগাঁও, ঢাকা, আজীবন সদস্য- প্রবীণ হিতৈষী সংঘ, মিরপুর শাখা, ঢাকা, ব্যবস্থাপনা পরিচালক- অনিক ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড, পল্লবী, ঢাকা, স্বত্তাধিকারী- অনিক প্লাজা, পল্লবী, ঢাকা।
জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি তাঁহার ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার করেন, এ. কে. এম. মোয়াজ্জেম হোসেন বিশ্ববিদ্যালয়, এ. কে. এম. মোয়াজ্জেম হোসেন মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, মানসম্মত শিক্ষা ও সহজলভ্য চিকিৎসা, পরিষ্কার ও পরিকল্পিত নগরায়ন, পানি, গ্যাস, বিদ্যুৎ, উন্নত সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, কিশোর গ্যাং, টেন্ডারবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা, যানজট, মাদক দুর্নীতি ও বৈষম্যমুক্ত আধুনিক অবকাঠামো নির্মাণ, দখল মুক্ত খেলার মাঠ, সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থা, বৃদ্ধ ও বিধবা ভাতা, নিম্ন আয়ের পরিবারদের জন্য রেশনের সুব্যবস্থা, দুস্থ পরিবারদের জন্য বিনামূল্যে চিকিৎসা, মেধাভিত্তিক প্রতি ঘরে চাকরির সুব্যবস্থা। সহ ইত্যাদি।
গণসংযোগে মুসলিমবাজারে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব এ.কে.এম মোয়াজ্জেম হোসেন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমি মহান আল্লাহ্ র মেহেরবানীতে সুস্থ্য থাকলে নির্বাচনে অংশগ্রহণ করব, এই মুসলিম বাজারের আমি ১নং সদস্য। আমার দায়িত্ব ও কর্তব্য হবে সংসদে গিয়ে একটি আধুনিক মার্কেট আপনাদের উপহার দেওয়া, আমার কোন দোকান লাগবে না। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ৩১ দফার বাস্তবায়ন লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাবো।