1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা নাইম হোসেন ও সোহাগ বহিষ্কার জাতীয় পার্টির কাধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়, —আলতাফ হোসেন চৌধুরী। ঘাটাইলে শেখশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন শতাধিক মানুষ সার্বিক সহযোগীতায় এমপি প্রার্থী মোবারক হোসাইন পরিচালনায় আইয়ূব আলী হাওলাদার গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা—জানুয়ারির নির্বাচনে মূল চ্যালেঞ্জ” ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ.কে.এম মোয়াজ্জেম হোসেনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কোটালীপাড়ায় এতিম ও ভিক্ষুকদের দোয়ার মধ্য দিয়ে মোবাইল শোরুমের উদ্বোধন। সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিলেন; প্রকৌশলী আইয়ুব আলী চাঁপাইনবাবগঞ্জে গণভোটের দাবিসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল -এস এম জিলানী।

ডিএমপির দারুস সালাম থানার এসআই আনোয়ার এর বিরুদ্ধে এক ভুক্তভোগীর আইজিপি বরাবরে অভিযোগ  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ডিএমপির দারুস সালাম থানার এসআই আনোয়ার এর বিরুদ্ধে এক ভুক্তভোগীর আইজিপি বরাবরে অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

ডিএমপির দারুস সালাম থানার এসআই আনোয়ার এর বিরুদ্ধে এক ভুক্তভোগীর আইজিপি বরাবরে অভিযোগ। ১৮  সেপ্টেম্বর ২০২৫ ইং মোঃ মিলন নামে এক ভুক্তভোগী এই  অভিযোগ করেন । লিখিত অভিযোগে তিনি  যা উল্লেখ করেন তা তুলে ধরা হল : বরাবর , মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ, ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা -১০০০। বিষয় :ডিএমপির  দারুস সালাম থানার এসআই আনোয়ার এর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ,জনাব বিনীত নিবেদন এই যে ,আমি মোঃ মিলন পিতা- বিল্লাল মিস্ত্রি ,মাতা- পারভিন বেগম বর্তমান ঠিকানা বাড়ির নং ১৬ , সাংবাদিক নূর হোসাইন রোড ,আহমেদ নগর ,গাবতলী মিরপুর ঢাকা – ১২১৬ ।  এই মর্মে অভিযোগ করিতেছি যে আমি পেশায় একজন ইট বালু পাথর ব্যবসায়ী , আমার বর্তমান ঠিকানার পাশেই আমার ইট খোয়া পাথর এর গদি রয়েছে , কিছু সন্ত্রাসী চাঁদাবাজ দীর্ঘদিনই আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে ও  ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত এমনকি আমাকে হত্যা করে হলেও তারা সফল হতে চায় কিন্তু আমার চলাফেরার সাবধানতার কারণে তারা ব্যর্থ হয়েছে । গত ১৮ আগস্ট সন্ধ্যার আগে আমার মামা শ্বশুর জুয়েল , ও আমার কথিত শশুর শাহাদাত  উক্ত সন্ত্রাসীদের সাথে মিলে এবং তাদের ভাড়া করে  গাবতলী আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পর্বত সিনেমা হলের সামনে  নিয়ে যায়, সেখানে গিয়ে দেখি পারিবারিক শত্রুগণ  মামা শ্বশুর জুয়েল , রুবেল , কামাল ,ফুপা শশুর বাদল , কথিত শশুর শাহাদাত হোসেন , মোহাম্মদ মিলনসহ ভাড়া করা সন্ত্রাসীরা  রয়েছে , আমাকে নিয়ে গিয়ে সেখানে উক্ত বিবাদীদের ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে মারধর করেন  এবং  বলেন তোর কাছে ২৫ ভরি স্বর্ণ আছে সেই স্বর্ণ সহ  ১০ লক্ষ টাকা আমাদের দশ দিনের ভিতর  দিবি , না দিলে তোকে সহ তোর পরিবারের সকলকে হত্যা করব এবং তোর ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর দখল করে নিব , এই বলে আমাকে সেখান থেকে মারধর করে ছেড়ে দেন । কিছুদিন পরেই আমার ইটের গদিতে এসে  বিবাদীরা অজ্ঞাতনামা লোকজন নিয়ে হামলা দেন এবং গত ২২ আগস্ট উপরোক্ত বিবাদীগণ আমার বর্তমান বাড়ির ভিতরে ঢুকে হামলা করে এবং বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং  আবারো স্বর্ণ টাকা দাবি করেন  এর জন্য গত ২৭ আগস্ট ২০২৫ ইং দারুস সালাম থানায় একটি অভিযোগ দায়ের করি ।  আমার কথিত শশুর দাবি করা মোঃ শাহাদাত সহ উপরোক্ত বিবাদীদের  বিরুদ্ধে, আমাকে মারপিট হুমকি সহ বিভিন্ন হয়রানির কারণে অতিষ্ঠ হয়ে এবং নিরুপায় হয়ে আমি এই অভিযোগ করতে বাধ্য হই , কিন্তু অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন আমাকে সহযোগিতা না করে উক্ত সন্ত্রাসীদের সাথে হাত মিলায় এবং আমাকে  পর্বত হলের যেখানে নিয়ে সন্ত্রাসীরা নির্যাতন করেছে সেইখানে যেতে ডাকেন , আমি যেতে রাজি না হওয়ায় তিনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে কথা বলেন , আমি তখন বলি সাক্ষী নিয়ে আমি থানায় আসবো থানার বাহিরে যাব না এতে আমার বিপদ হতে পারে , কিন্তু তিনি থানায় যাওয়ার কথা বলে আবার তিনি আমাকে ও আমার সাক্ষী সহ টোলার বাগ এলাকায় ডেকে নিয়ে  দাঁড় করিয়ে রাখেন,  সেখানে কিছু সন্ত্রাসী আমাদের আশেপাশে ঘুরছিল , আমরা টের পেয়ে নিরাপদে আশ্রয় নিয়ে থাকি , এরপর এস আই এসে সেখানেই রোডের উপর দাঁড়িয়ে দুইজনের সাক্ষী নেন এরপর বলেন আমার শালা নয়নেরও সাক্ষী লাগবে , কিন্তু নয়ন বরিশালের বরগুনা ছিল , তাই আমি আনতে রাজি হয়নি কিন্তু তিনি বলেন নয়নকে না আনলে আমি তোমার অভিযোগের তদন্ত রিপোর্ট তৈরি করব না , এরপর বাধ্য হয়ে আমি নয়নকে ঢাকায় নিয়ে আসি এবং গত ১৬ সেপ্টেম্বর রাত আটটা বাজে দারুস সালাম থানায় সাক্ষী হিসাবে নয়ন কে এসআই আনোয়ার নিয়ে যেতে বললে আমি নয়নকে নিয়ে যাই কিন্তু এসআই আনোয়ার নয়নের সাক্ষ্য গ্রহণ না করে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে বলে তুমি যদি বিবাদিদের বিরুদ্ধে মামলা দিতে চাও তাহলে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এই বলে তিনি আমাদের থানা থেকে বের করে দেন উল্লেখ্য উক্ত বিবাদীরা দারুস সালাম থানায় বসবাস করে না শুধু তাদের ভাড়া করা সন্ত্রাসীরা বসবাস করে আর বিবাদীরা  বিভিন্ন জায়গা থেকে এসে  এই ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে আমাকে হুমকি মারধর ও হামলা করে আর তাদের সাথেই এসআই আনোয়ার  ( মোবাইল নং ০১৭১৬১৯৬২৯৫)  সখ্যতা করে আমাকে বিভিন্নভাবে হয়রানি করায়  লিপ্ত হয়েছে ,অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমার নিরাপত্তা প্রদানের জন্য জনাবেন একান্ত মর্জি হয় ,ইতি মোহাম্মদ মিলন হোসেন , এ ব্যাপারে জানতে এস আই আনোয়ার এর মুঠো ফোনে কল করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট