1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ঢাকা- আসনের  বিজেপি নেতাকর্মিদের ববি হাজ্জাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ। ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চল সোশ্যাল ইনক্লুশন রিজিওনাল সেইফগার্ডিং কমিটির সদস্য হলেন –  জিগীষা মানবিক এর চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন। কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত। জিগীষা দ্বারা “জয়ের ইচ্ছা” বা উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা বোঝায়। এর সাথে “মানবিক” শব্দটি যুক্ত হলে গভীর অর্থ হয় : সাংবাদিক নূর হোসাইন লাইসিয়াম ফুটবল টুর্নামেন্ট সিজন: ২ ভাষানটেকে অবৈধ বহুতল ভবন, ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যুবদল কেন্দ্রীয় নর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের পক্ষে ঢাকা-১৩ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ মিরপুর-১২/এ ব্লক বাড়ি মালিক সোসাইটিতে আওয়ামীলীগের দোসরদের দ্বারা বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন আমতলীতে লাইসেন্স না থাকায় ইট ভাটার জরিমান

খিলগাঁওয়ে ওএমএস এর ১১৪ বস্তা চাল ও আটা জব্দ,আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

খিলগাঁওয়ে ওএমএস এর ১১৪ বস্তা চাল ও আটা জব্দ,আটক ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা নন্দীপাড়া গোলাবাড়ি থেকে ওএমএস এর পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে এক ডিলার ও ড্রাইভারকে।
এ সময় খোলা আটা ১৬ বস্তা, প্যাকেট আটা ৪১ বস্তা, ২৫ কেজির ৪০ বস্তা চাউল, ৫০ কেজি কেজির ১৭ বস্তা চাউল, একটি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো ন-১৩৬৩১৫ জব্দ করেন এবং ডিলার আলী ও ড্রাইভার মিলনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
ওএমএস পন্য কালোবাজারির জন্য পাঁচজন ও আরো ১০-১২ জন অজ্ঞাত আসামী করা হয়। মামলা নং ৫১ তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
আসামীরা হলেন, ১। শাহ আলী (৩২), পিতা-মতিউর রহমান, মাতা-পারুল বেগম, সাং কান্দারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি-নন্দীপাড়া, থানা-খিলগাঁও, জেলা ঢাকা, ২। ড্রাইভার মোঃ মিলন, (৩১), পিতা-সেরাজুল হক, মাতা-জান্নাত বেগম, সাং-পক্ষীয়া, থানা-বোরহান উদ্দিন, জেলা ভোলা, এ/পি-সাত রাস্তার মোড়, থানা-তেজগাঁও শিল্পাঞ্চল, জেলা-ঢাকা এবং পলাতক আসামী ৩। মোঃ ইব্রাহিম (৪৫), পিতা অজ্ঞাত, সাং-১৫০১ নন্দীপাড়া নুর মসজিদ রোড, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, ৪। নাছির উদ্দিন খান (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-হোল্ডি নং-২৮, রোড নং-২, নয়ানগর, থানা-অজ্ঞাত, জেলা-ঢাকা, ৫। শহিদুল ইসলাম বাবু (১৫), পিতা-অজ্ঞাত, সাং-জুরাইন বাজার বালুর মাঠ, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা।

খিলগাঁও থানাধীন নন্দীপাড়া গোলারবাড়ী জনৈক মিজানুর রহমানের ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার উপর সরকারী চাল, আটা কালোবাজারী ও মজুদ করার উদ্দেশ্যে পিকআপে করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএস আই মোঃ আবু হানিফ অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া (২৫ নভেম্বর) বিকাল ৪টা উল্লেখিত ঘটনাস্থলে পৌছামাত্র কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুইজন ব্যক্তিকে আটক করেন। অপর পাঁচজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত আলামত খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে বিক্রির জন্য সরবরাহকৃত এবং উক্ত মালামাল এর মালিক পলাতক ৩ ও ৪নং আসামী। তখন গ্রেফতারকৃত আসামীদেরকে বর্ণিত মালামালের বৈধ কাগজপত্র প্রদর্শন করিতে বলিলে তাহারা কৌল কাগজপত্র উপস্থাপন করিতে পারে নাই। এছাড়াও আসামীরা আরো জানায় যে, বর্ণিত আলামত চাউল ও আটা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হলেও পলাতক ৩ ও ৪নং আসামী খোলা বাজারে বিক্রি না করে কালোবাজারী ও মজুদ করার উদ্দেশ্যে বর্ণিত পিকআপ যোগে শ্যামপুর থানাধীন পলাতক ৫ নং আসামী শহিদুল ইসলাম বাবু (২৫) এর নিকট পৌছে দেওয়ার উদ্দেশ্যে বর্নিত ঘটনাস্থলে অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে। বর্ণিত ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে বিক্রির জন্য সরবরাহকৃত (ওএমএস) পন্য কালোবাজারী ও মজুদ করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার অপরাধ করেছে।
এলাকাবাসীর অভিযোগ, আলী ও বাবু দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন বাজারে ওএমএস পণ্য বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তিনি গ্রাহকদের চাল না দিয়ে নিজ গোডাউনে অবৈধভাবে মজুত করতেন। সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ ১১৪ বস্তা চাল ও আটা জব্দ করেন।
ওসি দাউদ বলেন,চাল ও আটাগুল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ওএমএস ডিলার আলী এবং চালক মিলনকে আটক হয়েছে। জব্দ করা চাল ও আটা থানায় আছে। ঘটনায় জড়িত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাবে। তদন্ত সাপেক্ষে অন্য ডিলারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট